অবশেষে লকডাউন শেষ হতে যাচ্ছে মালয়েশিয়ায়

মালয়েশিয়ায় ক’রো’না সং’ক্র’মণ প্র’তিরো’ধে দেশটিতে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ২.০ ল’কডা’উন ১৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ধার্য করা হয়। কিন্তু নানা আলোচনা সমালোচনার মুখে দেশটির সরকার ল’কডা’উন প্র’ত্যাহা’রের সিদ্ধান্ত নিয়েছে। ৪ ফেব্রুয়ারি পর থেকে নতুন করে ল’কডা’উ’ন আর বৃ’দ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক তান শ্রী ডা: নুর হিশাম আবদুল্লাহ ভার্চ্যুয়াল মিডিয়া সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। খবর মালয়েশিয়ান অনলাইন সংবাদ মাধ্যম দ্যা স্টার। তিনি বলেন, আমরা বুঝতে পারছি ল’ক’ডা’উনে আমাদের দেশের অর্থনীতি মা’রাত্ম’ক হু’ম’কির মু’খে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের জিডিপি কমে যাবে। তাই আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ল’কডা’উন অনুসরণ করা হবে।

 

আমরা এমসিও দীর্ঘায়িত করতে চাই না। যদি এটি দীর্ঘায়িত হয় তবে আমাদের অর্থনীতি ক্ষ’তিগ্র’স্ত হতে পারে। তবে পরে প্রয়োজনে শর্ত সাপেক্ষ কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) আগের মতো জা’রি করা হতে পারে। এছাড়াও বর্তমানে দেশে ‘কো’ভি’ড-১’৯ সংক্রমণ স্থিতিশীল পর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে, আ’ক্রা’ন্তের সং’খ্যায় আরো নামিয়ে আনা যাবে।

ডা: হিশাম আরো বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে দেশে ‘ভ্যা’ক’সিন কার্যক্রম শুরু করা হবে। প্রথমদিকে প্রায় পাঁচ লাখ টিকা প্রদানের কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে, যা চলবে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত। ইতোমধ্যে ‘কো’ভি’ড-১’৯ চিকিৎসা বেগবান করতে ১৩০টি বেসরকারি হাসপাতালের সাথে কথা বলেছি। ৯৫টি হাসপাতাল রাজি হয়েছে। সেখানে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আইসিইউ ও ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় সর’ঞ্জামা’দি প্রস্তুত করা হচ্ছে।

More News in this Category

Leave a Reply