বাংলা নাটকের এক উজ্জ্বল নক্ষত্র চঞ্চল চৌধুরী। এই পর্যন্ত ভিন্নধর্মী অভিনয় করে ভক্তদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারে রয়েছে বেশ কয়েকটি পুরস্কার।
৯ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। আরও বহু তারকা অভিনেতা-অভিনেত্রীর মতো ফেসবুকে মায়ের সঙ্গে হাসিমুখে মনোরম একটি ছবি শেয়ার করেছেন তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
এদিকে, চঞ্চল চৌধুরীর ধ’র্ম নিয়ে এমন প্রশ্ন উঠতেই অ’স্বস্তি প্রকাশ করেন অভিনেতা। জানিয়ে দেন, ধ’র্ম নয়, মানুষ হিসেবেই তার পরিচয়টা মুখ্য। আর তার মন্তব্যে অ’কুণ্ঠ সমর্থন জানান ভক্তরা।
ছবির মন্তব্যে চঞ্চল চৌধুরী লেখেন, ‘ভ্রাতা ও ভগ্নিগন, আমি হিন্দু নাকি মুসলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষ’তি কি? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’। ধর্ম নিয়ে এসকল রুচিহী’ন প্রশ্ন ও বিব্র’তকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক। আসুন, সবাই মানুষ হই।