আম পাতার কিছু অজানা উপকারিতা

আম পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। কিন্তু জানেন কি আম পাতাতেও আছে অনেক উপকারি গু’ণ? আম পাতায় রয়েছে ভিটামিন, এনজাইম, খনিজ উপদান। আম পাতায় মেঞ্জিফিরিন নামক একটি সক্রিয় উপদান থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভাল। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে এবার দেখে নেওয়া যাক আর কি কি উপ’কারিতা রয়েছে আম পাতায়-

 

১। যদি আপনার খেতে বসে বার বার হে’চকি ওঠে তাহলে আম পাতা পু’ড়িয়ে তার ধোঁ’য়া নাকের কাছে ধরুন। দেখবেন দ্রুত এই সমস্যা থেকে রেহাই পাবেন।

২। বাতের সমস্যা থাকলে কচি আম পাতা পানিতে ফুটিয়ে প্রতিদিন সেই পানি খান। উপকার পাবেন।

৩। আঁ’চিল নিরাময়ে আম পাতা খুবই উপকারি। আম পাতা পু’ড়িয়ে কালো করে নিন। সেই গুঁ’ড়োর মধ্যে সামান্য পানি মি’শিয়ে পে’স্ট তৈরি করে আঁচিলে লাগান। দ্রুত সেরে যাবে।

৪। প্রতিদিন সকালে আম পাতা শু’কিয়ে গুঁড়া করে এক গ্লাস পানিতে মিশিয়ে খান। কিডনিতে পাথর জমার সমস্যা থেকে রেহাই পাবেন।

৫। আমপাতা ব্লাড প্রেসারকে নিয়’ন্ত্রণে রাখে।

৬। আম পাতার সাহায্যে ক্ষ’ত নিরাময়ে করা সম্ভব। আম পাতা পুড়িয়ে যে ছাই হচ্ছে তা ক্ষ’তস্থানে লাগান। উপকার পাবেন।

More News in this Category

Leave a Reply