
কাতারে গাড়ির পারমিট বা ইস্তিমারা নবায়নের আগে ফাহাছ করাতে হয়। এই ফাহাছ বা ইনসপেকশনের জন্য যেতে হয় ওকুদ কোম্পানির অধীনে পরিচালিত ফাহাছ স্টেশনে। কাতারজুড়ে এখন বিভিন্ন এলাকায় ফাহাছ স্টেশন রয়েছে।
এসব স্টেশনে ১৬ জানুয়ারি রবিবার থেকে নতুন নিয়মে ফাহাছ করাতে পারবেন গাড়ির মালিক ও চালকরা। এক বিজ্ঞ’প্তিতে ওকুদের পক্ষ থেকে জানানো হয়, ১৬ জানুয়ারি থেকে কাতারের সব ফাহাছ স্টেশন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে।
ফলে প্রত্যেক ফাহাছ স্টেশনে শেষ গাড়ি ঢুকবে ৫টা ৪৫ মিনিটে। এর পরপরই গেট ব’ন্ধ করে দেওয়া হবে। কাজেই যারা কাতারে গাড়ি ফাহাছ করাবেন, তারা অবশ্যই এ সময়ের মধ্যে যে কোনো ফাহাছ স্টেশনে যেতে পারেন।
Leave a Reply
You must be logged in to post a comment.