কাতারের লুসাইলে রেস্টুরেন্টে শূকরের মাংসের তৈরি পিৎজার মেনু

কাতারে বৃহস্পতিবার দিনভর তোলপা’ড় চলে একটি রেস্টুরেন্টে শূ’করের মাংসের তৈরি পিৎজা নিয়ে। কারণ, কাতারের আইনে শূ’করের মাংস বা শূ’করের মাংসের তৈরি কোনো খাবার বিক্রি করা বৈধ নয়। মুসলিম দেশ এবং আরব দেশ হিসেবে কাতারে এমন আইন রয়েছে। ইসলামে শূ’করের মাংস হারাম হওয়ায় এমন আইন আরও অনেক মুসলিম দেশে রয়েছে।

 

কিন্তু কাতারে এমন ঘটনা স্মরণকালে ঘটেনি। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের জন্য পিৎজার অর্ডার করতে গিয়ে এক কাতারি নাগরিক দেখতে পেলেন, রেস্টুরেন্টটির মেনুতে শূক’রের মাংসের পিৎজাও আছে। এমন আইটেম দেখে হতবা’ক কাতারি নাগরিক। টুইটারে বিষয়টি জানিয়ে বালাদিয়া (পৌরসভা) মন্ত্রণালয়ের ব্যাখ্যা চান ওই কাতারি নাগরিক। এর পরপরই শুরু হয় তো’লপাড়।

 

জানা গেছে, ওই রেস্টুরেন্টটি লুসাইলে অবস্থিত। টুইটারে যে অভি’যোগ করেন কাতারি নাগরিক, এর সাথে তিনি মেনুর স্ক্রি’নশট শেয়ার করেন। যাতে স্পষ্ট লেখা, শূ’করের মাংসের তৈরি পিৎজা। কাতারি নাগরিকের অভি’যোগ পেয়ে নড়েচড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয়। তাৎক্ষণিকভাবে ওই রেস্টুরেন্টের বিরু’দ্ধে অভি’যোগ গৃহীত হয়। এরপর মন্ত্রণালয়ের পরিদর্শক দল ছুটে যান ওই রেস্টুরেন্টে। একে একে তল্লাশি শুরু হয় রেস্টুরেন্টের সর্বত্র। কিন্তু শূ’করের মাংসের কোনো সন্ধান মিলেনি কোথাও।

 

রেস্টুরেন্টের ফ্রিজ, গো’ডাউন থেকে শুরু করে সব জায়গায় চলে ক’ঠোর ত’ল্লাশি ও অনু’সন্ধান অভিযান। এক পর্যায়ে মেনুর ব্যাপারে শুরু হয় জিজ্ঞাসাবাদ। রেস্টুরেন্টের মালিক জানালেন, এটি নিছক অনুবাদের ভু’ল। আরবি মেনুতে অনুবাদের ভু’লে অন্য আইটেমের নাম অনুবাদ করতে গিয়ে শূ’করের মাং’স লেখা হয়েছে। এর পরপরই ওই মেনু স’রিয়ে ফেলা হয় অনলাইন থেকে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় কাতারের বাণিজ্য মন্ত্রণালয় ও বালাদিয়া কর্তৃপক্ষ।

More News in this Category

Leave a Reply