কার্টনের গায়ে লেখা আলমগীর আসছেন কুয়েত থেকে। বাড়ি গিয়ে খুলে দেখেন এটা তার না। এদিকে সৌদি থেকে আসা আলমগীরও বাড়িতে যেয়ে দেখেন এটা তার কার্টন তার না।
নামের মিল, রঙ এক হলেই আপনার লাগেজ না। বিমানবন্দরে লাগেজ বেল্ট থেকে আপনার লাগেজ নেওয়ার সময় এয়ারলাইনের দেওয়া ট্যাগের সাথে মিলিয়ে নিন। আপনার ভুলে আপনি যেমন ভো’গান্তিতে পড়বেন, সাথে সাথে যার লাগেজ নিয়ে যাচ্ছেন তাকেও ভো’গান্তিতে ফেলবেন।
প্রতিদিনই এমন ঘটনা ঘটাচ্ছেন অনেক যাত্রী। কোন যাত্রী অভি’যোগ করলে সিসি ক্যামেরা চেক করে দায়ী যাত্রীকে সনা’ক্ত করে লাগেজ উ’দ্ধার করে দেওয়া হচ্ছে। একই সাথে দায়ী যাত্রীকে মোবাইল কোর্টের মাধ্যমে জে’ল বা জরিমানা দেওয়া হচ্ছে। সতর্কতায়: বাংলা এভিয়েশন।