আমি আবারও বিয়ে করবো: পরীমনি

পরীমণি ও শরীফুল রাজ, সম্পর্কে স্বামী-স্ত্রী। তা সবাই জানে। গেল বছর গুণিন সিনেমার সেটে প্রেম হয় দু’জনের মধ্যে। এরপর কয়েকদিনের মধ্যেই ওই বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন এ জুটি। ঢাকায় গুণিন সিনেমার উদ্বোধ’নী প্রদর্শনী হয় গতকাল বুধবার (৯ মার্চ)।

 

এতে তাদের আরও একবার বিয়ের অনুষ্ঠান হয়। বর-কনে সেজে এসেছিলেন পরীমণি ও শরীফুল রাজ। এ সময় পরীমণিকে বউয়ের সাজে দেখতে কেমন লাগছে প্রশ্ন করা হলে বলেন, আমি তো আয়নার সামনে থেকে সর’তেই পারছি না।

 

ও এলে (পরী আর রাজের সন্তান) আবার বিয়ে করব। ও আমাদের বিয়ের দাওয়াত, খাওয়া মিস করবে কেন! বর-কনের সাজে পরীমণি ও শরীফুল রাজ। এই বিয়ের অনুষ্ঠানে পরীমণি পরেছিলেন আকাশি নীল বেনারসি। এর ভেতরে রুপালি জরির সূ’ক্ষ্ম কাজ করা। বউয়ের সঙ্গে মিলিয়ে বর শরিফুল রাজ পরেছিলেন নীল শেরওয়ানি। তাতে সোনালি কাজ।

More News in this Category

Leave a Reply