ভারত থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজ ফ্লাইটের পাকিস্তানে জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রু’টির জেরে মাঝ আকাশ থেকে গতিপথ বদল করতে হয়েছে ভারতের দিল্লি থেকে দোহাগামী যাত্রীবাহী বিমানের। পরে তা পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

 

কাতার এয়ারওয়েজের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে রাস্তা বদল হয়েছে। হঠাৎ রাস্তা বদলে সেটিকে করাচির দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।

 

যাওয়ার কথা ছিল দিল্লি থেকে দোহা। কিন্তু প্রায় ১০০ যাত্রীকে নিয়ে সেই বিমান চলে গেল পাকিস্তানের করাচি! কাতার এয়ারওয়েজের একটি উড়ানের এমন কা’ণ্ডে শোরগোল। যদিও বিমান সংস্থার সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই পথবদল।

More News in this Category

Leave a Reply