
তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মু’ক্তি পাচ্ছে আগামী ১৩ এপ্রিল। এরই মধ্যে সিনেমাটির জোর প্রচারণা শুরু হয়েছে। তবে সিনেমাটিতে ‘পাকিস্তানবিরো’ধী’ মনোভাব থাকায় কুয়েত সরকার দেশটিতে নিষি’দ্ধ করেছে ‘বিস্ট’।
এবার সেই তালিকায় যোগ দিল গুরুত্বপূর্ণ সিনেমার বাজার কাতার। তবে মু’ক্তি পাচ্ছে সৌদি আরবে। দক্ষিণ ভারতীয় চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক টুইট-বার্তায় এই তথ্য জানিয়েছেন। খবর বলিউড বাবলের।
বিভিন্ন মহলের অভি’যোগ, সিনেমাটিতে মুসলমানদের ‘সন্ত্রা’সী’ হিসেবে চিত্রায়িত হয়েছে। সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্ব’ন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে।
পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি রুপি।
Leave a Reply
You must be logged in to post a comment.