সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীদের কমপ’ক্ষে ৩ থেকে ৪ ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার মুহাম্মদ জাহিদ এই অনুরো’ধ জানান৷
তিনি বলেন, বিমানের অনেক যাত্রীরা ফ্লাইট ছাড়ার দেড় থেকে দুই ঘন্টা আগে আসায় সঠিক সময়ে বিমান উড্ডয়নে বি’ঘ্ন ঘটছে৷ বাংলাদেশের প্রত্যেক যাত্রীর স’ঙ্গে দুটি করে লাগেজ ও একটি হ্যা’ন্ড ব্যাগ থাকে৷ এক ঘন্টা পূর্বে কাউন্টার ব’ন্ধ করার নিয়ম থাকলে যা’ত্রীদের কারণে তা করা যায় না৷ যার ফলে ফ্লাইটের নির্দি’ষ্ট’ সময়ে ছাড়া যায় না৷
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে নিয়মিত বাংলাদেশ বিমানের ফ্লাইট উঠানামা করছে৷ বিশ্বের সবচেয়ে ব্য’স্ততম বিমানবন্দর থেকে সপ্তাহে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৭ টি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশের পতাকাবাহী বিমান৷