বাংলাদেশি টাকার বিপরীতে কাতার রিয়ালের রেট ৩০-৩১ টাকার মধ্যে রয়েছে। তবে গত কয়েকদিন ধরে খুব বেশি হেরফের হচ্ছে না এই রেটে। তবে সকালে এই সময়ে হ’ঠাৎ কমে গেছে মানিগ্রামের রেট। আজ ১১ আগষ্ট বৃহস্পতিবার কাতারে কোন এক্সচেঞ্জে এক রিয়ালে কত বাংলাদেশি টাকার রেট পাওয়া যাচ্ছে- তা বিস্তারিত তুলে ধরা হচ্ছে।
অন্যান্য এক্সচে’ঞ্জের রে’ট নিচে তুলে ধ’রা হয়েছে। তবে প্রথমে দেখে নিন, আলজামান এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার কাতার ১ রিয়ালের বিনিময়ে বাংলাদেশি টাকায় দিচ্ছে ৩০.৫৫ টাকা। মনে রাখবেন, আলজামান এক্সচেঞ্জের মোবাইল অ্যা’পের রেট এবং উরিদু মানিতে দেওয়া আলজামান এক্সচেঞ্জের রে’টে কখনো কখনো পার্থ’ক্য হয়ে থাকে।
আজকের কাতারি রিয়ালের রেটঃ ন্যাশনাল এক্সচেঞ্জ: ৩১.০৫ টাকা, ইউনিমনি এক্সচেঞ্জ: ৩০.৯৬ টাকা, সিটি এক্সচেঞ্জ: ৩০.০৭ টাকা, আলমানা এক্সচেঞ্জ: ৩০.৩১ টাকা, আলজাজিরা এক্সচেঞ্জ: ৩০.৩১ টাকা, আল মিরকাব এক্সচেঞ্জ: ৩০.০০ টাকা, এরাবিয়ান এক্সচেহ্জ: ৩০.৭৩ টাকা, ইস্টার্ন এক্সচেঞ্জ: ২৮.৭৪ টাকা, আলফারদান এক্সচেঞ্জ: ২৮.৫০ টাকা, ইসলামিক এক্সচেঞ্জ: ৩০.৬০ টাকা, ট্রাস্ট এক্সচেঞ্জ: ৩০.৩৮ টাকা।
এছাড়া উরিদু মানি অ্যাপে বিভিন্ন এক্সচেঞ্জে যে রেট পাওয়া যাচ্ছে, সেগুলো দেখে নিন এক নজরেঃ মানিগ্রাম (ব্যাংক একাউন্ট): ২৯.৪১ টাকা। (সকাল ১০ টা আপডেট), মানিগ্রাম (ক্যাশ পিক-আপ): ২৯.৬০ টাকা, মানিগ্রাম (বিকাশ): ২৯.২৬ টাকা, আলদার এক্সচেঞ্জ: ৩০.৪৬ টাকা, আলজামান এক্সচেঞ্জ: ২৯.৯০ টাকা, গালফ এক্সচেঞ্জঃ ২৮.৩০ টাকা, গালফ এক্সচেঞ্জ (বিকাশ): ২৮.৩০ টাকা, এরাবিয়ান এক্সচেঞ্জ: ৩০.১৫ টাকা।