কাতারে বিশ্বকাপের দর্শকদের জন্য নতুন এক প্রকল্পের কাজ শুরু

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শকদের জন্য নানারকম আবাসন সুবিধা দিতে বিভিন্ন প্রক’ল্প হতে নিয়েছে কর্তৃপক্ষ। এই পরিপ্রে’ক্ষিতে কাতারের আল মেসিলা এলাকায় অবস্থিত দার্ব আল সায়িতে ক্যারাভান প্রকল্প নামে একটি অন্যরকম আবাসন প্রক’ল্পের কাজ শুরু করেছে কাতার সরকার।

 

আল মেসিলার ক্যারাভান প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পটির কাজ শেষ করে চলতি সপ্তাহে এটি চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাস চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সুপ্রিম কমিটির হাউজিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ওমর আল জাবির এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, প্রায় ১ হাজার ৫০০টি ইউনিট নিয়ে এই ক্যারাভান প্রকল্পটি প্র’স্তুত করা হচ্ছে। এটি দোহার কেন্দ্রস্থলে অবস্থিত। প্রকল্পটির কাছাকাছি দুটি মেট্রো স্টেশন ও সহজে এখানে পৌঁছাতে এ’কাধিক যাতায়াত সেবা রয়েছে। এই প্রকল্পটি তৈরির ধারণা দিয়েছিলেন একজন ডেভেলপার। তিনি বিশ্বকাপ আয়োজনের জন্য আরও আবাসনের নানারকম বিকল্প তৈরিতে জনসাধারণকে জ’ড়ানোর পরামর্শ দিয়েছিলেন।

 

এদিকে হায়া প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ ডিরেক্টর সাইদ আল কুওয়ারির এক বিবৃতিতে বলেছেন, নভেম্বর মাস থেকে টুর্ণামেন্টের শেষ পর্যন্ত কাতারে শুধুমাত্র হায়া কার্ডধারী ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। তবে কাতারের অধিবাসী ও নাগরিকরা এই নিয়মের বাইরে থাকবেন। নিয়মটি জিসিসির নাগরিকসহ বিশ্বের যে কোনো দেশ থেকে আসা দর্শকদের জন্য প্রযোজ্য।

More News in this Category

Leave a Reply