রাজধানীর নারিন্দা এলাকায় একটি বা’ড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যা’কশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই বাড়িতে বিপুল পরি’মাণ মা’দক আছে, এমন খবরের ভি’ত্তিতে সেখানে অভি’যান চালানো হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা ত’থ্যের ভি’ত্তিতে রাজধানীর নারিন্দার একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। বা’ড়িটিতে মা’দকবি’রো’ধী অভি’যান চলছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, রাত পৌনে ১টায় এক সংবাদ সম্মেলনে র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে বিস্তারিত জানাবেন।