সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে তা সংবিধানে বলা নেই: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সংবিধা’নে বলা আছে যারা আগ্রহী তাদের নিয়ে নির্বাচন কমিশন নির্বাচন করবে। সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে হবে, এ কথা কিন্তু সংবিধা’নে বলা হয়নি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন ইসি আলমগীর।

 

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, কোনো দলের হয়তো সক্ষ’মতা নাও থাকতে পারে। আমাদের দিনক্ষণ গু’নে নির্বাচন করতে হবে। কোনো দলের বা একাধিক দলের অ’ভ্যন্তরীণ সম’স্যা থাকতে পারে। অপেক্ষা করুন, এখনো এক বছর সময় আছে, তারা আসতেও পারে।

 

মো. আলমগীর বলেন, কোনো একটা দল না এলেও আমাদের নি’র্বাচন করতে হবে। না হলে সংবিধা’ন ল’ঙ্ঘনের জন্য দা’য়ী হবো। আমরা বলব কোনো দল এলেও নির্বাচন হবে, না এলেও নির্বাচন হবে। কারো নাম উ’ল্লেখ করব না। আমরা বলব, কোনো দল না এলেও নির্বাচন হবে।

 

বিএনপি ও জাপা ইভিএম চায়নি, তাদের বাইরে রেখে নির্বাচন করবেন? এ প্রশ্নের জবাবে ইসি বলেন, আমরা তো তাদের বাইরে রাখতে চাই না। ৩৯টি দলের কথাকেই আমরা মূ’ল্যায়ন করেছি। আমাদের দৃষ্টিতে সবাই সমান। উনারা কী বলেছেন তা আমাদের কাছে রে’কর্ড আছে। সেগুলোর ভি’ত্তিতে সিদ্ধান্ত নিয়েছি।

 

সেখানে দেখা গেছে বেশিরভাগ দল ইভিএমের প’ক্ষে বলেছে। সুতরাং কারো কথা আমরা উপে’ক্ষা করেছি এ বক্ত’ব্য গ্রহণযোগ্য নয়। কোনো একটি দলকে নির্বাচনে আনা বা না আনার দা’য়িত্ব ইসির নয়। সংবিধানের কোথাও আমাদের এ দা’য়িত্ব দেওয়া হয়নি। সংসদ নির্বাচনে ইভিএম কোথায় ব্যবহার হতে পারে —জানতে চাইলে সাবেক এ সচিব বলেন, কারও কারও মতামত আছে শহরে যেহেতু শিক্ষিত লোক বেশি, প্রশিক্ষণ শহরে দেওয়া হয়েছে।

 

সিটিসহ অন্যান্য নির্বাচন হয়েছে শহরে, তাই শহরে ইভিএম দেওয়ার মতামত আছে। অনেকেই বলেছেন, গ্রামে না দিলে তো তারা জানতে পারবেন না। অনেকে আবার বলেছেন গ্রামেও তো আমরা নির্বাচন করেছি, তাই গ্রামে দিলেও অ’সুবিধা হবে না। এসব আ’লোচনা হয়েছে। ফা’ইনাল হবে তফসিলের সময়। ইসি আলমগীর বলেন, বর্তমানে স’ক্ষমতা আছে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোটগ্র’হণ করার। কতটা হবে তখন বলা যাবে।

 

দেখা গেল মেশিন হয়েছে বা সক্ষ’মতা নেই তাহলে ৭০-৮০টাও হতে পারে, আবার ৫০টাতেও হতে পারে। তবে ১৫০টির ওপরে হবে না। মিনিমাম ধরে রাখেন ৭০-৮০টা। কোনো কারণে যদি আমরা নতুন মে’শিন কিনতে না পারি, কেননা হার্ডওয়ার পুরোটাই বি’দেশ থেকে আসে। তারা যদি না দিতে পারে। তখন হয়তো আর কিনতে পারব না।

 

আবার ফা’ন্ড যদি না পাই তাহলেও তো কিনতে পারব না। ১৫০টি আসনের জন্য আনুমানিক আরও প্রায় দেড় থেকে দুই লাখ ইভিএম কি’নতে হবে। বিদেশি কোম্পানি কত দাম চায়, প্রশিক্ষণের বিষয় আছে, ওই সময় ডলারের দাম কত থাকবে এসব বিষয় নিয়ে প্রকল্প নেওয়া হবে।

More News in this Category

Leave a Reply