এশিয়া কাপের এবার ১৩টি ম্যাচের মধ্যে ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজ আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি। এরই মধ্যে ম্যাচটি উপভোগ করতে টি’কিট কিনেছেন অসংখ্য ক্রিকেটপ্রেমী।
তবে চার বছরের বেশি প্রত্যেককে টিকিট নিয়ে স্টেডিয়ামে প্র’বেশ করতে হবে। একবার বের হয়ে গেলে ফের দর্শকরা প্রবেশের সুযোগ হা’রাবেন। পার্কিং এলাকায় এ’লোমেলো গাড়ি পার্কিংয়ের অনুমো’দনও দেবে না প্রশাসন।
এদিকে, মাঠের দর্শকদের জন্য দুবাই পুলিশ জা’রি করেছে বেশকিছু নির্দেশিকা। নির্দেশিকায় কিছু বিধিনিষে’ধ স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্টেডিয়ামে ধূ’মপা’ন নি’ষি’দ্ধসহ রিমোট কন্ট্রোল ডিভাইস, প্রাণী, গ্লাস, চিত্রগ্রহণ বা ফ্ল্যাশ ফটোগ্রাফি, অ’বৈধ ও বি’ষা’ক্ত পদার্থ।
রেডিও কমিউনিকেশন ডিভাইস বা পাওয়ার ব্যা’ঙ্ক, সেলফি স্টিক, ছাতা, ধা’রা’লো ব’স্তু, আতশবাজি, লেজার, বাইরের খাবার বা পানীয়, রাজনৈ’তিক পতাকা ও ব্যানার, বাইক, স্কেটবোর্ড ও স্কু’টার বহন করা যাবে না।