নতুন অ্যাকশন সিনেমা নিয়ে আসছেন অনন্ত জলিল, নাম শুনলেই চমকে উঠবেন!

আবারো নতুন ছবির ঘোষণা আসছে অনন্ত-বর্ষা’র। ছবির নাম ‘কি’ল হিম’। পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। এটি প্রযো’জনাও করছেন তিনি। বড় আয়োজনের একটি মহরতের মধ্যে দিয়ে ছবিটির বি’স্তারিত জানানো হবে ৩ সেপ্টেম্বর।

 

বিগ বাগেজের এ ছ’বিতে আরও থাকছেন কলকাতার অভিনেতা রাহুল ও বাংলাদেশের মিশা সওদাগর। একটি সুত্রে জানা যায়, বড় বাজে’টের একটি ছ’বি হতে যাচ্ছে ‘কি’ল হিম’। অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, রাহুল ছাড়াও অনেক চ’মক থাকছে।

 

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অনন্ত জলিলের ঘনি’ষ্ঠ সূত্র থেকেও। জানা গেছে, এ ছবির টানা’ শু’টিং করবেন অনন্ত-বর্ষা। পুরোপুরি অ্যা’কশন ঘ’রানার ছবি হতে যাচ্ছে ‘কিল হিম’। আসছে রোজার ঈদে মু’ক্তির জন্য নির্মাণ হবে ছবিটি।

 

বিষয়টি সম্পর্কে আজ সোমবার দুপুরে মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, ‘৩ সেপ্টেম্বর আমার একাধিক সিনেমার ঘোষণা আসছে। সেদিনই সব বলতে চাই। প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর পবিত্র ঈদুল আজহায় ‘দিন : দ্য ডে’ সিনেমার মাধ্যমে প্রে’ক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল। এই সিনেমা নিয়ে আলোচনা-সা’মালোচনার মধ্যে রয়েছেন তিনি।

More News in this Category

Leave a Reply