তরুণীকে সামনে বসিয়ে হিন্দি গান শোনালেন মাহফুজুর রহমান

কণ্ঠে সুর নেই। তবুও অবিরত গান গেয়ে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রলের বন্যা বয়ে যায়, তবুও তিনি থামেন না। প্রতি ঈদের নিজের মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন।

 

এ বছর ঈদেও ব্যতিক্রম হচ্ছে না। এবারও শ্রোতাদের জন্য গান নিয়ে এসেছেন তিনি। এরইমধ্যে প্রকাশ করেছেন ‘রাফতা রাফতা’ শিরোনামের একটি হিন্দি গান। হৃদয় তোমাকেই চায়’ শিরোনামের অ্যালবামের গান এটি।

 

মাহফুজুর রহমানের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে গানটি। ড. মাহফুজুর রহমান বেশ কিছু হিন্দি গান কাভার করেছেন এই অ্যালবামে।

 

এরই মধ্যে ‘রাফতা রাফতা’ছাড়াও ‘প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান’, ‘ও মেরে সামনে’ শিরোনামের দুটি গান মুক্তি পেয়েছে। গানগুলোর সংগীতায়োজন নতুন করে করেছেন মান্নান মোহাম্মদ।

 

২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে দেন সারাদেশে। সর্বত্রই ছিল তাকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের স্থান দখল করে নিয়েছিল।

More News in this Category

Leave a Reply