সংযুক্ত আরব আমিরাতে (United Arab Emirates) যদি আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হয় তাহলে দুইবার নামাজ পড়তে হবে। সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আবার দুপুরে পবিত্র জুমার নামাজ।
এমনটাই জানিয়েছে দেশটির (United Arab Emirates) ফতোয়া কাউন্সিল বিভাগ। শুক্রবার ঈদ হলে দুইবার নামাজ পড়তে হবে কিনা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে ফতোয়া বিভাগ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
“শুক্রবার ঈদুল ফিতর পালিত হলে জুমার নামাজ আদায় করতে হবে কিনা এ নিয়ে স্কলারদের মধ্যে মতো পার্থক্য আছে। এমন অবস্থায় বিষয়টি পরিষ্কার করতে সংযুক্ত আরব আমিরাতের (United Arab Emirates) ফতোয়া কাউন্সিল জানিয়েছে শুক্রবার ঈদুল ফিতর পালিত হলে পবিত্র জুমার নামাজও পড়তে হবে।
অর্থাৎ এদিন দুইবার নামাজ আদায় করতে হবে। এই ফতোয়া জারি করার সময় পবিত্র কুরআন এবং রাসূলের হাদিস বর্ণনা করা হয়। মধ্যপ্রাচের (Middle East) অনেক দেশে ২৩ মার্চ থেকে রোজা শুরু হয়েছে। এক্ষেত্রে এসব দেশ আগামী শুক্রবার ২১ এপ্রিল পবিত্র ঈদ উদযাপিত হতে পারে।
তবে এটা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। যদি ২৯টি রোজা হয় তাহলে ২১ এপ্রিল শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে। এক্ষেত্রে এদিন দুইবার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে ফতোয়া জারি করে দেশটির ফতোয়া বিভাগ। সূত্র: খালিজ টাইমস।