জাপান ট্যুরিস্ট ভিসা ২০২৩
জাপান ট্যুরিস্ট ভিসা ২০২৩

ভ্রমণ বা ট্যুরিস্ট ভিসায় জাপান যাওয়ার উপায়

জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ। জাপানে অর্থনীতি পৃথিবীর তৃতীয় নাম্বারে।জাপানের জীবনযাত্রার মান ও মানব উন্নয়ন সূচক উচ্চ। অপরাধ নাই বললেই চলে। এশিয়ার মধ্যে অন্যতম শান্তিপূর্ণ দেশ। আমাদের দেশের মানুষের কাছে জাপান পছন্দের একটি দেশ। বিশেষ করে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্র ইত্যাদি।  এছাড়া অনেকেই ভ্রমণ তালিকায় প্রথমে রাখেন জাপান।

 

জাপানি ভিসা কিভাবে পাওয়া যায় ২০২৩

বাংলাদেশে জাপান দূতাবাস থাকার কারণে খুব সহজে ভিসা নেওয়া যায়। এছাড়া জাপান এর ভিসার জন্য কোন প্রকার আবেদন ফি লাগেনা। জাপান ভিসার জন্য। কিছু দেশ ভ্রমণ থাকলে অথবা স্পেসিফিক পারপাস থাকলে। খুব সহজে ভিসা মিলবে।

 

জাপান কিভাবে যাওয়া যায় ২০২৩ 

আপনার যদি কোন রিলেটিভ। অথবা বন্ধু জাপানে বৈধভাবে বসবাস করেন। সেক্ষেত্রে তিনি আপনাকে ইনভাইটেশন দিতে পারবেন। জাপানের ক্ষেত্রে ইনভাইটেশন থাকলে ভিসা পাওয়াটা অনেকটা ইজি হয়ে যায়।

 

বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা যারা নিচের দেওয়া কান্ট্রি গুলার মধ্যে ভেলিট রেসিডেন্ট পারমিটমেটে বসবাস করতেছেন। তারা ই-ভিসার জন্য উপযুক্ত হবে। (e-visar) আবেদন খুব সহজ ঘরে বসে করতে পারবেন। ব্রাজিল, কম্বোডিয়া, কানাডা, মঙ্গোলিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর,দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। জাপান ভ্রমণ ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টস দূতাবাসের সাবমিট করতে হব:

For Sight-Seeing

1. Application form
2. Valid Passport and Photocopy
3. Old Passport (if any) and Photocopy
4. One Photo (2 inch X 1.4 inch)
5. Airline Booking Slip (two ways)
6. Hotel Booking document during stay in Japan
7. Visit Schedule in Japan

8. Invitation letter (if you have a guarantor)
9. Document certifying or explaining relations to the guarantor (if you have a guarantor)
10.Tax-Income certificate and payment receipt(Latest 3 years) (if any)
11.Bank Statement 6 months Latest (Personal/company)
If the travel expenses are borne by a guarantor living in Japan
12.Guarantee letter
13.Tax certificate, Bank statement or Income certificate (any one)
14.Citizen registration or certificate of foreigner registration and passport copy

More News in this Category

Leave a Reply