কাতারে আগামীকাল পেহেলা জুন থেকে কাজের সময় পরিবর্তনের ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। প্রচণ্ড গরমে কর্মীরা কাজ করলে হিটস্ট্রোকের ঝুঁকি থাকে। তাই প্রতি বছরের মত এবারও কাজের সময় কমিয়ে দিয়েছে কাতারের শ্রম মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ হল কাতার। যেখানে বাংলাদেশের অসংখ্য প্রবাসী থাকেন এবং বিভিন্ন জায়গায় কাজ করেন। কাতারে প্রতিবারের ন্যায় এবারও পরিবর্তন আনা হয়েছে গ্রীষ্মকালে বাহিরে কাজ করার নিয়মটি।
কাতার ২০১৭-এর শ্রম আইনের ১৬ নং সিদ্ধান্ত অনুযায়ী, কাতারে প্রতিবছর গরম মৌসুমে ১ জুন থেকে ১৫ আগস্ট সকাল ১০টার পর থেকে ৩ টা পর্যন্ত শ্রমিকদের খোলা রোদে বাইরে কাজ করতে দেয়া যাবে না।
আগামীকাল থেকে এই সময়ে শ্রমিকদের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক সকল কোম্পানির ক্ষেত্রে। নিয়মগুলি শুধুমাত্র সেই সমস্ত কর্মীদের জন্য প্রযোজ্য হবে যাদের খোলা জায়গায় কাজ করতে হয় বা সরাসরি সূর্যের আলোতে কাজ করতে হবে।
এছাড়াও কাজের সময়সূচীর নোটিশ শীট পোস্ট করতে হবে যাতে শ্রমিক এবং শ্রম পরিদর্শক পরিদর্শনে এলে তারা সহজেই তা দেখতে পারেন।