শান্তি রহমান নাজিয়া ভাইরাল ভিডিও : সম্প্রতি জনপ্রিয় টিকটকার ও ড্যান্সার শান্তি রহমান নাজিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। (Shanti Rehman Nazia Viral Video) ভাইরাল ভিডিওতে দেখা যায় শান্তি রহমান সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ‘শাকিব খান আমার নায়ক হওয়ার যোগ্য না’।
কে এই শান্তি রহমান নাজিয়াঃ শান্তি রহমান জনপ্রিয় একজন টিকটকার। টিকটকে শান্তির প্রায় ৮ লাখের মতো অনুসারী রয়েছে। শান্তি রহমান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী।
ভাইরাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Shanti Rahman Viral Video: সম্প্রতি সময় টিভিতে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন শান্তি রহমান। তাতে জীবনের বহু কথা তুলে ধরেন তিনি। শান্তি জানান তার বয়ফ্রেন্ডের সম্পর্কেও। ছাদে খেলতে গিয়ে তাদের প্রেম হয় বলে জানান।