সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তিন মাসের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নিতে পারবেন প্রবাসীরা। বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।
এর আগে সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ সময় ওমরাহ হজের বিষয়ে বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ট্রানজিটে গিয়েও সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা। তবে শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন।
একই সঙ্গে ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওমরাহর মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এর ফলে ওমরাহ করতে গিয়ে দেশটিতে ঘুরতেও পারবেন বাংলাদেশিরা।
আরও পড়ুন::: ডিভি লটারীতে আবেদনের নিয়ম
হজের খরচ কমানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তারা বিবেচনা করবেন।