বাংলাদেশের সমাজ নষ্ট হয়েছে বুদ্ধিজীবীদের কারণে: তসলিমা

বোরকার বি’রু’দ্ধে সাতের দশক থেকে বলছি, ঘরে বাইরে আ’ন্দোলন করছি। বোরকার স’মা’লোচনা আটের দশক থেকে করছি। ২০১০ সালে বোরকা নিয়ে আমার একটি লেখার কারণে মুসলমান মৌলবাদিরা দা’ঙ্গা বাঁ’ধিয়েছে কর্ণাটকে। আ’গুনে পু’ড়িয়েছে বাস ট্রাক দোকানপাট, ভাং’চুর করেছে পত্রিকা অফিস, দু’জনের মৃ’ত্যুও হয়েছে। বোরকার নি’ন্দে করলে কী ভ’য়ানক কা’ণ্ড ঘটে যেতে পারে, তা প্র’ত্যক্ষ করেছি। বোরকা সম্পর্কে আমার অ’গুনতি রচনা পড়ে কারও কারও চক্ষু খুলেছে। কিন্তু সে তো হাতে গোনা। অ’গুনতি মেয়ে আজকাল বোরকায় শরীর মুড়িয়েছে।

 

আজ আমি বোরকা নিয়ে মন্তব্য করার বদলে প্রশ্ন করতে চাই বাংলাদেশের মেয়েরা কেন বোরকা পরছে, দো’ষ কার? বাংলাদেশে হাট মাঠ ঘাট দখল করে নিয়েছে ধর্ম ব্যবসায়ীরা, দো’ষ কার? বাংলাদেশের ইস্কুল কলেজ অফিস আদালত দখল করে নিয়েছে কূ’পম’ণ্ডূক ধার্মিকেরা, দোষ কার? বাংলাদেশের রাজনৈতিক দল, প্রচারমাধ্যম, সংগঠন সংস্থা দখল করে নিয়েছে মৌলবাদিরা, দো’ষ কার? দো’ষ কি ধর্মের? ধর্ম একটা আইডিওলজি। আইডিওলজির কোনও দোষ নেই, একে না মা’নলেই এ ম’রে যায়। সরকারের দো’ষ? সরকার যেদিকে হাওয়া সেদিকে যায়। সরকারেরও দো’ষ ততটা নয়। দো’ষ তাহলে কার?

 

আমি মনে করি দো’ষ বুদ্ধিজীবীদের। কারণ বুদ্ধিজীবীরা জায়গা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছে্ন বলেই হাট মাঠ ঘাট দখল করেছে সমাজের শ’ত্রুরা। যেখানে বুদ্ধিজীবী এবং শিল্পী সাহিত্যিকদের নাটক থিয়েটার নৃত্য আবৃত্তি সঙ্গীত পালাগান করার কথা, মু’ক্তবু’দ্ধি আর মানবাধিকার বিষয়ে যুবসমাজকে উদবু’দ্ধ করার কথা, মানুষকে সভ্য শি’ক্ষিত স’চে’তন করার কথা, সেখানে আজ ধর্ম ব্যবসায়ীরা নারী-বি’রো’ধী ওয়াজ করে মানুষের মগজ ধোলাই করে। বুদ্ধিজীবীদের যেখানে ইস্কুল কলেজ অফিস আ’দালতকে ধর্ম থেকে দূরে রাখার কথা, সেখানে ধর্ম ব্যবসায়ীরা মসজিদ মাদ্রাসা খুলে ছেলেমেয়েদের মগজ ধো’লা’ই করে।

 

কী করেছেন বুদ্ধিজীবীরা এতকাল? কী আর করেছেন? ক্ষ’মতাসীনদের পেছনে দৌড়েছেন, এই পুরস্কার ওই সুবিধে বাগিয়েছেন আর আখের গুছিয়েছেন। সমাজ উচ্ছন্নে গেলে তাঁদের কিচ্ছু যায় আসেনা। এই যে দল সংগঠনগুলো নিরবধি ধর্ম জপছে, কেন? বুদ্ধিজীবীরা মু’খ বু’জে থেকে এই সর্ব’না’শটি হতে’ দিয়েছেন। আমি আগেও বলেছি, আজও বলছি, মৌলবাদিরা ধর্মের ব্যবসা করে আসছে , করবে। এটাই তাদের পেশা। সরকারও স্বা’র্থা’ন্ধ। নিতান্তই চোর গু’ণ্ডার স’মষ্টি। চিরকাল। এরা ন’ষ্টই, এরা ন’ষ্ট হলে সমাজ ন’ষ্ট হয় না। কিন্তু বুদ্ধিজীবীরা ন’ষ্ট হলে সমাজ নষ্ট হয়। বাংলাদেশের সমাজ আজ ন’ষ্ট সমাজ। সম্পূর্ণই বুদ্ধিজীবীদের কারণে।

More News in this Category

Leave a Reply